Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
৪১ তম বিসিএস পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণের দাবী পরীক্ষার্থীদের

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪১ তম বিসিএস পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণের দাবী পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪১, ৮ মার্চ ২০২১  
৪১ তম বিসিএস পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণের দাবী পরীক্ষার্থীদের

ছবি: সংবাদ সম্মেলন করছেন বিসিএস পরীক্ষার্থীরা, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৮ মার্চ): দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলোর হল খোলা ও সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শেষ হওয়ার পর ৪১তম বিসিএস পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। একইসঙ্গে  ৪১তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ প্রকাশের দাবি জানান তারা।

সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা এই দাবি জানায়। 

পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইয়াসির শামীম লিখিত বক্তব্যে জানান, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনা পরিস্থিতির আবারো অবনতি হওয়া শুরু করেছে। মার্চের  ৭ তারিখেও  মৃত্যুর সংখ্যা ছিলো ১১ জন, যা গত একমাসের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে চার লাখ ৭৫ হাজার বিসিএস পরীক্ষার্থী অভিভাবকসহ দেশজুড়ে ছোটাছুটি করলে দেশের সকল জায়গায় করোনা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলার আগ পর্যন্ত বিসিএস নেয়াটা কতোটা যৌক্তিক আর কতটা মানবিক সেটা পিএসসিকে পুনরায় ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থী ও তাদের পরিবারের করোনা সংক্রমণের ঝুঁকি, ইতিমধ্যে আক্রান্ত পরীক্ষার্থীদের অংশগ্রহণে অনিশ্চয়তা, মাস্কের কারনে ভুয়া পরীক্ষার্থীদের অংশগ্রহণ সহ বেশকিছু কারন তুলে ধরা হয়। 

এসময় বিশ্ববিদ্যালয় গুলোর হল খোলা ও দেশের সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নেয়ার কার্যক্রম শেষ করে এরপর ৪১ তম বিসিএস পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনের দাবী জানিয়ে পিএসসির চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান পরীক্ষার্থীরা। তাদের দাবী যৌক্তিক জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৪১তম সাধারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয় পিএসসি। এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চার লাখ ৭৫ হাজার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়