সুবিধা বঞ্চিত শিক্ষণার্থীদের জন্য যুক্তরাজ্যের টারিং স্কিম
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: সুবিধা বঞ্চিত শিক্ষণার্থীদের জন্য যুক্তরাজ্যের টারিং স্কিম
ঢাকা (২০ মার্চ): সমাজের পিছিয়ে পড়া এবং সুবিধা বঞ্চিত শিক্ষণার্থীদের জন্য নতুন একটি স্কিম ঘোষণা করেছে ব্রিটেন। টার্রিং স্কিম নামের এ স্কিমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগও পাবে। ১২ মার্চ ব্রিটেনের শিক্ষা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন টার্রিং স্কিমের আওতায় আজ (১২ মার্চ) থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তহবিলের জন্য আবেদন করতে পারবে। এ স্কিমের অংশ হিসেবে শিক্ষার্থীরা সারা বিশ্বে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পাবে।
এতে বলা হয় ১১০ মিলিয়ন পাউন্ডের এ কর্মসূচি ব্রিটেনের এরাসমাস প্লাস স্কিমের স্থলাভিষিক্ত হবে। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে গ্লোবাল এক্সচেঞ্জের আওতায় ৩০ হাজার শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, স্কুল পবিরর্তন এবং কাজে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো যুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ স্কিম সমাজের পিছয়ে পড়া সুবিধাবঞ্চিতদের লক্ষ্য করেই নেওয়া হয়েছে। এর আগে গৃহীত তেমন কোন স্কিমে এ ধরণের সুযোগ ছিল না।
নতুন এ টারিং স্কিমে সুবিধা বঞ্চিত একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী প্রতিমাসে সর্বোচ্চ ৪৯০ পাউন্ড করে পাবে। এছাড়া পাসপোর্ট ভিসা এবং বীমা বাবদও তিনি অতিরিক্ত অর্থ সহায়তা পাবেন।
এর আগে বিভিন্ন স্কিম ইইউ’র ওপর ফোকাস করে করা হলেও টারিং স্কিম করা হয়েছে আন্তর্জাতিক ভাবে সব দেশের জন্য। এর আওতায় বিশ্বের যে কোন দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজ যুক্তরাজ্যের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত থাকতে পারবে।