ভিকারুন্নিসায় ইউনিফর্ম সরবরাহকারীর সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের লোগো
ঢাকা (২৪ ফেব্রুয়ারি): ভিকারুন্নিসায় স্কুল এন্ড কলেজকে শিক্ষার্থীদের একমাত্র ইউনিফর্ম সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এক আদেশে এ নির্দেশ দিয়েছে।
স্কুল কর্তৃপক্ষকে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের সঙ্গে যোগসাজসের ব্যাপারে হুঁশিয়ারি করে কমিশন বলেছে এভাবে ইউনিফর্ম সরবরাহের মাধ্যমে তারা প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছেন।
একই সঙ্গে কমিশন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমান করেছে। এ অর্থ ভিকারুন্নিসায় স্কুল এন্ড কলেজের সঙ্গে চুক্তির মাধ্যমে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের বার্ষিক আয়ের ২ শতাংশ।
কমিশন ভিকারুন্নিসায় স্কুল এন্ড কলেজের প্রতিটি শাখার ইউনিফর্মের জন্য কমপক্ষে তিনটি টেইলরকে নির্বাচন করার নির্দেশ দিয়েছে।
কমিশনের আদেশে বলা হয়েছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী টেইলারের জন্য স্কুলকে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে হবে। প্রতিযোগিতা আইন অনুসরণ করে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
কমিশনের দেয়া আদেশ এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে কিন সে সম্পর্কে একটি বাস্তবায়ন প্রতিবেদন ২৬ এপ্রিলের মধ্যে জমা দেয়ার জন্য ভিকারুননেসা স্কুল এন্ড কলেজকে নির্দেশ দিয়েছে প্রতিযোগিতা কমিশন।