Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
যুক্তরাষ্ট্রে বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩২, ১৪ মার্চ ২০২১  
যুক্তরাষ্ট্রে বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ

ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকা (১৩ মার্চ): বাংলাদেশী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য পূর্ণ অর্থায়নে (সম্পূর্ণ বিনাখরচে) যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি অর্জনের লক্ষ্যে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে দরখাস্ত আহবান করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ সালের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম-এর আওতায় স্নাতক ডিগ্রিধারী (গ্রাজুয়েট) শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনাখরচে (পূর্ণ অর্থায়নে) যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) অর্জনের সুযোগ পান। এই শিক্ষা কার্যক্রমটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট স্পন্সর করে থাকে এবং এটি পরিচালনা করে ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন করার শেষ সময় ১৫ মে, শনিবার, বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিও-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তাগণ। দূতাবাস শিক্ষার সব শাখার আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে। তবে, দূতাবাস বিশেষভাবে শিক্ষার কয়েকটি শাখার উপর জোর দিতে চায়। এগুলো হলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক শাখা, ব্যবসায়, অর্থনীতি, জননীতি, পরিবেশগত বিজ্ঞান, নগর পরিকল্পনা, চারুকলা, মনোবিজ্ঞান এবং নিরাপত্তা বিষয়ক অধ্যয়ন।

এ প্রোগ্রামে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পূর্বে কোন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেয়নি। কিংবা বর্তমানে আমেরিকায় কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি নয়।
বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি নেয়নি। (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন।)
যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে।
ডিগ্রি শেষ করার আগেই বাংলাদেশে (বাড়িতে) ফিরে এলে ফিরতি বিমানের টিকেটের মূল্য ফেরত দিতে সম্মত থাকতে হবে।

আবেদন প্যাকেজ (আবেদনের সাথে যা যা থাকতে হবে)

১.    অনলাইনে পূরণকৃত আবেদন ফরম, যা এখানে পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2022.

২.    উচ্চমাধ্যমিক শিক্ষা পরবর্তী-সময়ে যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে (স্নাতক ও স্নাতকোত্তর) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষা প্রতিলিপি) ও সনদপত্র।

৩.   তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।

৪.    একাডেমিক রেকর্ড বিষয়ক তথ্যাদির পূরণকৃত ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)

৫.    টোফেল/ আইইএলটিএস এর বৈধ স্কোর (যে স্কোর মেয়াদোত্তীর্ণ হয়নি)।

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী কোন ধরনের অসুবিধায় পড়লে প্রোগ্রাম ম্যানেজার রায়হানা সুলতানা-র সাথে sultanar1@state.gov ইমেইল ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একথা জানা থাকা আবশ্যক যে, যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই কিংবা জিম্যাট স্কোর থাকা বাধ্যতামূলক। যদি কোন আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদেরকে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় কারো এই ধরনের (জিআরই বা জিম্যাট) স্কোর না থাকলে আমেরিকান সেন্টার শুধু প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করতে পারে। 

নির্বাচিত প্রার্থীদের মাস্টার্স ডিগ্রি অর্জনের পরপর অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে। তাদেরকে দেশে এসে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি অবগত করতে হবে এবং একটি ডিব্রিফিং সভায় যোগ দিতে হবে।

এ কার্যক্রম সম্পর্কে আরো তথ্যের জন্য প্রোগ্রাম ম্যানেজার রায়হানা সুলতানা-এর সাথে ০২-৫৫৬৬-২৮১৬ নম্বরে বা sultanar1@state.gov ইমেইল ঠিকানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়