বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: জাতীয় জাদুঘরের সামনে ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের মানববন্ধন
ঢাকা (১৫ মার্চ): করোনা সংক্রমণ বাড়ায় ৪১তম বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরা এ মানববন্ধন পালন করেন।
পরীক্ষার্থীরা মানবন্ধনে বলেন, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃ নির্ধারণ করতে হবে। তাদের দাবি, অনেক পরীক্ষার্থী তাদের দাবির সঙ্গে একমত।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘করোনাকালীন সব পরীক্ষা পেছালেও বিসিএস কেন নয়’, ‘জীবনের জন্য বিসিএস, বিবিএসের জন্য জীবন নয়’, ‘বিসিএস পেছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই’-লেখা ফেস্টুন বহন করেন।
পরীক্ষার্থীরা বলেন, ৪১ তম বিসিএসের নির্ধারিত তারিখ ১৯ মার্চ। দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম থাকায় পিএসসি এই তারিখ ঘোষণা করেছিল। তাই আমরাও একে স্বাগত জানিয়েছিলাম। এখন যেহেতু করোনা সংক্রমণের হার আবার বেড়েছে, হল বন্ধ, সবাই বাড়িতে অবস্থান করছেন, তাই তারিখ পেছানো দরকার।
পরীক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির কারণে এখন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলও বন্ধ। এর উদ্দেশ্য, করোনা যাতে না ছড়ায়। তাহলে আমরা যাঁরা চাকরির পরীক্ষার্থী, তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নেই?