২ এপ্রিলই মেডিকেলের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
২ এপ্রিলই মেডিকেলের ভর্তি পরীক্ষা। ছবি:সংগৃহীত
ঢাকা (২৪ মার্চ): ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে আনা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সম্পূর্ণ আগের নিয়মেই দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।
বুধবার বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
রিটের পক্ষে আইনজীবী ছিলেন মুনতাসির মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
মেডিকেলে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর জনস্বার্থে করা রিটে করোনা পরিস্থিতির উন্নতি হলে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।