বাড়ি ফিরেছেন সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা ( ১৪ জানুয়ারি): হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে় বাড়ি ফিরেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও ফিডব্যাকের দলনেতা ফুয়াদ নাসের বাবু। বৃহস্পতিবার ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বুকে চাপ অনুভব করলে তাকে রাজধানির বাড্ডার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার বুকের চাপ বাড়তে থাকলে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)এ স্থানান্তর করা হয়।
চিকিৎসকগণ তার হার্ট অ্যাটাক নির্ণয় এর পরপরই ঐদিন মধ্যরাতেই হৃদরোগের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই (জরুরী এনজিওগ্রাম করে রিং পরিয়ে দেয়়া) করেন। ইউনিভার্সেল কার্ডিয়়াক হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা: খন্দকার কামরুল ইসলামের নেতৃত্বে ঐদিন রাত তিনটায় জরুরী প্রাইমারি পিসিআই সম্পন্ন হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা: খন্দকার কামরুল ইসলাম, প্রফেসর ডা: খালেদ মোহসীনসহ অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞগণের তত্বাবধানে ফুয়াদ নাসের বাবুর হৃদরোগের চিকিৎসা সম্পন্ন হয়। পরবর্তীতে ক্রমাগত সুস্থ হয়ে় অদ্য ১৪ জনুয়ারি দুপুরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসিমুখে বাড়ি গিয়েছেন। ফুয়াদ নাসের বাবু সম্পূর্ণ সুস্থ আছেন এবং বাসায় কিছুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’