অভিনেতা মুজিবুর রহমান দিলুর অবস্থা সংকটাপূর্ণ
বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: মুজিবুর রহমান দিলুর ফেসবুক থেকে
ঢাকা (১৭ জানুয়ারি): ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সংকাটাপূর্ণ অবস্থায় আছেন বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু। নিউমোনিয়ায় বাম ফুসফুসে সংক্রমণ ৭০ ভাগ ছাড়িয়ে গেছে তার। একই সঙ্গে হার্টবিটও কমে গেছে।
প্রথমে তার করোনা হয়েছে বলে সন্দেহ করেন চিকিসকরা এবং সে অনুযায়ী চিকিৎসা করা হয়। কিন্তু পরে ক্রিসেন্ট হাসপাতালে দুবার এবং ইউনাইটেড হাসপাতালে একবার করোনা পরীক্ষা করা হয়। তিনটি পরীক্ষাতেই নেগেটিভ ফলাফল আসে।
চিকিৎসার জন্য তাঁকে উচ্চ মাত্রার অনেকগুলো এন্টিাবায়োটিকের ইনজেকশান দেওয়া হয়। বর্তমানে কোভিড -১৯ মুক্ত হলেও তার শরীরের এর প্রভাব প্রচন্ডভাবে পড়েছে। যার ফলে তার শরীরে সাইটোকাইনিন স্টোর্ম বয়ে যাচ্ছে বলে জানান চিকিৎসক। এতে নিউমোনিয়ার জন্য যেসব চিকিৎসা দেওয়া হচ্ছে তা কাজ করছেনা। পাশাপাশি তার হ্রদপিন্ডও আক্রান্ত হচ্ছে।
বর্তমানে চিকিৎস ওমর ফারুকের পরামর্শে তাকে সাইটোসর্ব থেরাপি দেওয়া হচ্ছে যেন তার ফুসফুস ওষধটি গ্রহণ করতে পারে এবং পুনরায় আগের অবস্থায় ফিরতে পারে। এর পাশাপাশি কনভালসেন্ট প্লাজমা চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
উল্লেখ্য গত মঙ্গলবার, ১২ জানুয়ারি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার প্রত্যাশায় শুক্রবার বিকেলে তাঁকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাঁর ছেলে সকলের কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা করেছেন । মুজিবর রহমান দিলুকে আর্থিক সাহায্য পাঠানো যাবে তার ছেলে অয়ন রহমানের নিম্নোক্ত ব্যাংক একাউন্টে।
Ayon Rahman
A/C No : 1510102597727002
Brack Bank Ltd. Uttara Branch
Swift Code : BRAKBDDHXXX