নভেম্বরে মুক্তি পাবে শাহিদ কাপুরের ‘জার্সি’
বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: শাহিদ কাপুরের টুইটার একাউন্ট থেকে নেওয়া
ঢাকা (১৮ জানুয়ারি): ভারতীয় ক্রিকেটার অর্জুনের খেলার মাঠে আবার ফিরে আসার সাহসী গল্প নিয়ে নির্মিত ছবি ‘জার্সি’। ২০১৯ সালে চলচিত্রটি পুন:নির্মাণের ঘোষনা আসার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি নিজের টুইটার একাউন্টে জার্সির মুক্তির তারিখ ঘোষনা করলেন অভিনেতা শাহিদ কাপুর। চলতি বছরের নভেম্বরের ৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
২০১৯ এ মুক্তি পাওয়া তেলেগু ছবি জার্সির রিমেক হবে এই হিন্দি ছবিটি। জার্সির মূল চরিত্রে অভিনয় কছেন অভিনেতা শাহিদ কাপুর। ছবিতে শাহিদের বিপরীতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে। গৌতম তিন্নানৌরীর পরিচালনায় দেখা যাবে এমন একজন ক্রিকেটারের গল্প, যিনি জীবনকে ঘুরে দেখছেন। যিনি প্রথম জীবনে ব্যার্থ হলেও ছেলের ইচ্ছা পূরণ করতে ত্রিশের কোঠা পেরিয়ে আবার নতুন উদ্যমে খেলার মাঠে ফিরে আসেন। খেলা থেকে সরে আসা এক ক্রিকেটারের পারিবারিক জীবন, মানসিক চাপ, দারিদ্র্য সবকিছুই রয়েছে এই ছবির গল্পে।
এর আগে ক্রিকেট নিয়ে নির্মিত ছবি ‘দিল বোলে হাড়িপ্পা’ তে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে শাহিদকে। কিন্তু সেই ছবিটি ছিল একটি প্রেমের গল্প। জার্সি সম্পূর্ণ অন্য মাত্রা ও দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চলেছে ক্রিকেটকে।