অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: মুজিবুর রহমান দিলুর ফেসবুক থেকে নেয়া
ঢাকা (১৯ জানুয়ারি): মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৬৯ বছর।
আজ বেলা একটায় দিলুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বেলা তিনটায় তাঁকে নেওয়া হবে শিল্পকলা একাডেমি চত্বরে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে গার্ড অব অনার জানিয়ে দাফন করা হবে।
এরআগে গত মঙ্গলবার, ১২ জানুয়ারি অসুস্থ অবস্থায় তাঁকে উত্তরা একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর ফুসফুসে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানান তাঁর বাঁ পাশের ফুসফুস ৭০ শতাংশ আর ডান পাশেরটার ১০ শতাংশ আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসাসেবা পাওয়ার প্রত্যাশায় উত্তরার হাসপাতাল বদল করে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে । কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকালে বিদায় নিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা।
বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংশপ্তক -এ মালু চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে সাড়া ফেলেছিলেন অভিনেতা মুজিবুর রহমান দিলু। এখনো অনেকের কাছে তিনি মালু নামেই পরিচিত। তবে লম্বা সময় ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মালুখ্যাত মুজিবুর রহমান দিলু।