বেঁচে থাকলে আজ ৩৫ ছুঁতেন সুশান্ত
সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সুশান্ত সিং এর ইন্সটাগ্রাম একাউন্ট থেকে নেওয়া
ঢাকা (২১ জানুয়ারি): আজ সুশান্তের জন্মদিন। বেঁচে থাকলে স্বজন আর ভক্তদের ভালবাসা সাথে নিয়ে উদযাপন করতে পারতেন নিজের ৩৫ তম জন্মদিনটি। তবে তাঁর না থাকার এই কঠিন সত্য মেনে নিয়ে ভক্ত ও স্বজনেরা নিজেদের মত দিনটি উদযাপন করছেন আজ।
জন্মবার্ষিকীতে স্মরণ করে স্মৃতির পাতা থেকে ভাইয়ের একগুচ্ছ ছবিও কোলাজ করে সামাজিক মাধ্যমে পোস্ট সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি । কীভাবে সুশান্তের জন্মদিন উদযাপন করা যায়, সে বিষয়ে পরামর্শ চেয়ে তিনি টুইটে লিখেছেন, ‘সুশান্তের মৃত্যু নিয়ে শোক তো আর কম হলো না। আসুন, আমরা এবার তাঁর জীবনকে উদযাপন করি। ২১ জানুয়ারি আমরা সবাই সুশান্তের গানে নাচি। আর সেই ভিডিও পোস্ট করি সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যাশট্যাগে থাকবে “সুশান্ত বার্থডে সেলিব্রেশন”।’ এছাড়া সুশান্তের অনুরাগীরাও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ‘ওয়ান ডে ফর এসএসআর বার্থডে’ ট্রেন্ড শুরু করেছেন। সুশান্তের হাজার হাজার অনুরাগী তাঁদের প্রিয় তারকার ছবি শেয়ার করে জন্মদিনের শুভকামনা জানাচ্ছেন।
তবে এসবের সব কিছু অস্পর্শই রয়ে গেল তরুন সুশান্তের। যেন মাকে সঙ্গে নিয়ে একসাথেই দেখছেন এতসব আয়োজন। মাকে ভিষন ভালবাসতেন সুশান্ত। তার সর্বশেষ পোস্টটিও ছিল মাকে স্মরণ করেই।
মহাকাশের অজানা দুনিয়ায় ভিষণ আগ্রহ ছিল তার। নিজের দামি টেলিস্কোপ দিয়ে দুচোখ ভরে রাতের আকাশের তারা দেখা ছিল তাঁর শখ। প্রায়ই চাঁদের, কখনোবা পৃথিবীর দারুণ সব ছবিও পোস্ট করতেন টুইটারে। ২০২৪ সালে নাসার স্পেস মিশনে ট্রেনিংয়ের জন্য আবেদনও জমা দিয়েছিলেন তিনি। তবে আজ যেন দূর আকাশের তারা হয়ে গেছেন।
কিন্তু বেঁচে থাকতে নিজের ক্যারিয়ার জীবনে তিনি ধীরে ধীরে হয়ে উঠছিলেন র্পথিবীর এক তারা। বিনোদন দুনিয়ার আলোচিত এক নাম। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা ছেড়ে অভিনয়জগতে এসেছিলেন তিনি।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারিঅষিষেক কাপুর পরিচালিত কই পো চো চলচ্চিত্রের মা্যে দিয়ে বলিউডে তার অভিষেক ঘটে। ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কারও পান।
এরপর রাজপুত মনীষ শর্মা পরিচালিত শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে পরিণীতি চোপড়া ও বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর তার পুরতে থাকেন রাজকুমার হিরানি পরিচালিত পিকে, ক্রিকেটার মহেন্দ্র সিং ধনীর বায়োপিক এমএস ধনির মত ছবি।
১৯৮৬ সালের ২১শে জানুয়ারি তারিখে ভারতের বিহারের পাটনায় জন্ম এই ভারতীয় অভিনেতার। বাবা ছিলেন সরকারি কর্মচারী। চার বোনের একমাত্র ভাই তিনি। প্রাণবন্ত সকলের আদরের সুশান্তের পড়াশোনা, অভিনয় ছাড়াও আরো এক স্বপ্নের দুনিয়া ছিল। নানা রকম দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখতেন সুশান্ত। সাতটি পরিবারের দায়ভার নিয়েছিলেন। কেরালা, নাগাল্যান্ডের ত্রাণ তহবিলে নিজের পকেট থেকে কোটি টাকা দিয়েছেন।
গতবছর ১৪ জুন মুম্বাইয়ে ব্রান্দ্রার বাসায় নিজের শয়নকক্ষে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যা না খুন সে বিষয়ে এখনো সুরাহা হয়নি। এখনো ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।