‘গডজিলা ভার্সেস কং’ মুক্তি পাবে ২৬ মার্চ
সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ওয়ার্নার ব্রস পিকচার্স ও লিজেন্ডারি পিকচার্স
ঢাকা (২৬ জানুয়ারি): গডজিলা আর কং’, দানব চরিত্রের এই দুই রাজাকে কে না চিনে। আবারো পর্দায় মুখোমুখি হচ্ছে এই দুই দানব। এডাম উইনগার্ডের পরিচালনায় তাদের দূর্দান্ত লড়াই দেখা যাবে আগামী ২৬ মার্চ। সম্প্রতি ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এইচবিও ম্যাক্স ও প্রেক্ষাগৃহে একসাথে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার অন্যতম বিনোদন প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ও লিজেন্ডারি পিকচার্স। ২০২০ এর নভেম্বরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়।
গডজিলা: কিং অফ দ্যা মনস্টার(২০১৯) এবং কং: স্কাল আইসল্যান্ড (২০১৭) এর সিকুয়্যাল হিসেবে আবির্ভুত হবে ছবিটি।
১৯৬২ সালে একবার ‘কিং কং ভার্সেস গডজিলা’ ছবির মধ্য দিয়ে এই দুই দানবের লড়াই দেখেছিল দর্শক। যেখানে কং জয়ী হয়। কিন্তু এইবার তাদেরকে আরো দারুণভাবে দেখা যাবে। ছবিটিতে যুদ্ধ ছাড়াও কিং কং এর পুরনো ইতিহাসের দিকও তুলে ধরা হবে। ছবিতে দেখা যাবে কিং কং এর রক্ষাকারীরা কং এর আসল আবাস খোঁজার চেষ্টা করছে। এরমাঝেই তাদের সাথে সাক্ষাৎ ঘটবে জিয়া নামের একটি এতিম শিশুর এবং শীঘ্রই তারা বুঝতে পারবে যে একমাত্র এই শিশুটিই তাদের সাথে যোগাযোগ করতে পারে। ঘটনার পরিক্রমায় একসময় দলটি ম মুখোমুখি হবে পৃথিবী জুড়ে ধ্বংসের তান্ডব চালানো গডজিলার।
লিজেন্ডারির মনস্টারভার্স এর চতুর্থ ছবি,এটি। এছাড়া গডজিলা ফ্রান্চিজের ৩৬ তম ও কিং কং ফ্রান্চিজের ১২ তম ছবি এটি। ছবিটিতে অভিনয় করেছেন আলেক্সান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল এবং কাইলি চ্যান্ডলার, ব্রায়ান টায়রি, জুলিয়ান ডেনিসনসহ আরো অনেকে।
২০১৫ সালের অক্টোবরে প্রথমএই প্রজেক্টের ঘোষণা করা হয় । যখন লিজেন্ডারি গডজিলা আর কিং কং নিয়ে একসাথে কাজ করার পারিকল্পনা ঘোষণা করে। ২০১৭ সালে ছবির গল্পকারেরা একসাথে হন এবং সে বছর মে মাসে পরিচালক হিসেবে উইনগার্ডের নাম ঘোষণা করা হয়। নভেম্বরের ২০১৮ থেকে ছবির কাজ শুরু হয়। ২০২০ এ করোনার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ছবিটির।
পরিচালক এডাম উইনগার্ডের অন্যতম জনপ্রিয় ছবি হল নেটফ্লিক্সের ডেথ নোট এবং ভয়ের ছবি ইউ আর নেক্সট ও দ্যা গেস্ট।