Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
এবার নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১০, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:১১, ২৮ জানুয়ারি ২০২১
এবার নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’

ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ জানুয়ারি): জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে এবার মুক্তি পাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘ডুব’। আগামি ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ছবিটির। ইতোমধ্যে নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ডুবের ট্রেলার চলছে।

এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ডুব এর প্রযোজনা সংস্থা এসকে মুভিজের সঙ্গে নেটফ্লিক্স কর্তৃপক্ষের কথা হয়েছে শুনেছি, স্ট্রিমিং হবে এটাও জেনেছি। তবে কবে স্ট্রিমিং হচ্ছে, এ বিষয়ে কিছু জানি না।

৯১তম অস্কারে বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিনিধিত্ব করে ‘ডুব’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান। এছাড়াও ছবিটিতে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়