আর্থিক প্রণোদনা চাইছে সার্কাস মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৩১ জানুয়ারি): সরকারের কাছে আর্থিক প্রণোদনা চেয়েছে বাংলাদেশ সার্কাস মালিক সমিতি। এই শিল্পের সঙ্গে জড়িত ২৫ হাজার কর্মচারী-শিল্পীর জন্য এই আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।
রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সার্কাস মালিক সমিতির নেতৃবৃন্দ এই প্রণোদনা চেয়েছেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সার্কাস মালিক সমিতির সভাপতি বাবু নিরঞ্জন সরকার জানান, করোনার কারণে দীর্ঘ ১১ মাস কোনো সার্কাস করতে না পারায় এর সঙ্গে জড়িতরা আজ বিপর্যস্ত। সকলেই মানবেতর জীবনযাপন করছে। এই শিল্পে জড়িত ২৫ হাজার শিল্পী-কর্মচারীদের জন্য সরকারের কাছে ১০ কোটি টাকার প্রণোদনা চেয়েছেন তারা। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সার্কাস প্রদর্শনের অনুমতি চাওয়া হয়েছে।
বক্তব্যে নিরঞ্জন সরকার জানান, দীর্ঘ দিন সার্কাসের জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে যাচ্ছে। এ সময়ে কোনো সার্কাস না থাকায় এবং করোনার প্রভাবে প্রায় ২০ কোটি টাকার লোকসান হয়েছে।
তিনি আরও জানান, সার্কাস করতে অনুমোদনে জটিলতা এবং পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প বিলুপ্ত প্রায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে লাইসেন্সধারী ২৫ টি সার্কাস প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সার্কাস প্রদর্শনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সার্কাস সমিতির সভাপতি বাবু নিরঞ্জন সরকার, সহ-সভাপতি বিরেন দাস, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আফতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।