Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বঙ্গবন্ধুর জন্ম দিনে বিটিভিতে সাত অনুষ্ঠান

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর জন্ম দিনে বিটিভিতে সাত অনুষ্ঠান

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৭, ১৭ মার্চ ২০২১  
বঙ্গবন্ধুর জন্ম দিনে বিটিভিতে সাত অনুষ্ঠান

বিটিভি। ছবি: সংগৃহীত

ঢাকা (১৬ মার্চ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৭ মার্চের অনুষ্ঠানসূচিতে এনেছে বিশেষ পরিবর্তন। বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিটিভির অনুষ্ঠানসূচিতে ৭টি বিশেষ অনুষ্ঠান যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানসূচিতে রয়েছে ইয়াসির আরাফাতের প্রযোজনায় বিশেষ পাপেট শো ‘সিসিমপুর’ প্রচারিত হবে সকাল ৯টায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শিশুদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া, তার বীরত্বগাঁথা ফুটিয়ে তোলা এবং শিশু দিবসে শিশুদের অধিকার সম্পর্কে জানানো।

লে. কর্নেল সাজ্জাদ আলী জহির’র উপস্থাপনায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান। প্রযোজনা করেছেন লুৎফর রহমান। গীতিকার ও সুরকার কবির বকুলের লেখা ও সুরে বিশেষ গান ‘তোমার জন্য বাংলাদেশ’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। গানটিতে কন্ঠ দিয়েছেন পূলক অধিকারী, দিনাত জাহান মুন্নী, মিজান মাহমুদ রাজীব ও সোমনূর মনির কোনাল।

সোলেমান হকের প্রযোজনা ও মাহির উপস্থাপনায় বঙ্গবন্ধুর শিশু ও কিশোর জীবন থেকে শুরু করে বঙ্গবন্ধু হওয়া এবং শিশুদের নিয়ে তাঁর চিন্তা ভাবনার বিষয়গুলো নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আমার চেতনায় বঙ্গবন্ধু’। আলোচক হিসেবে অংশ নিয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও শিশু একাডেমির সাবেক পরিচালক তানজির লিটন। প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

আবৃত্তি ও কবিতা পাঠ নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’ প্রচারিত হবে দুপুর ১টা ২০ মিনিটে। কবিতা আবৃত্তি করবেন তামান্না তিথি, বেলায়েত হোসেন, লায়লা তারান্নুন চৌধুরী কাকলী ও ঝর্ণা সরকার। এছাড়াও আলোচনায় অংশ নেবেন নুরুল হুদা ও ড. মুহম্মদ সামাদ। উপস্থাপনা করবেন মোঃ আহকাম উল্ল্যাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

মাহফুজার রহমানের রচনা ও প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও তথ্য ভাবনা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে বিকাল ৪ টায়। জাতির পিতার শাসনামলে শিক্ষার অগ্রগতি নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মেঘনা গুহ ঠাকুরতা, অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং অজয় দাস গুপ্ত, সাংবাদিক।

‘শতবর্ষে মুজিব’ শিরোনামে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে রাত ৯ টায়। শিশু-কিশোরদের নিয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি এবং অভিনয় ও জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়েছে। আবু তৌহিদের প্রযোজনায় উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়