সরোদ বাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৯ নভেম্বর): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার রাতে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে তিনি মারা যান। ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগ্নে সেতার বাদক ফিরোজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজ খান বলেন, করোনায় আক্রান্ত হলে ১২ দিন আগে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। সঙ্গীতে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন ওস্তাদ শাহাদাত হোসেন। এছাড়া তিনি কলকাতার রাজ্য সংগীত একাডেমির সংবর্ধনা পেয়েছেন।
শাহাদাত হোসেন খানের ভাতিজা তানসেন খান বলেন, ‘প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বনানী কবরস্থানে শায়িত করার। এরপর পশ্চিম রামপুরায়। সবশেষে বাদ যোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। ’
শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক ছিলেন।