Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
টার্মিটেরের হৃদয়ে ‘এওর্টিক ভাল্ব’

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টার্মিটেরের হৃদয়ে ‘এওর্টিক ভাল্ব’

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:৪০, ২৪ অক্টোবর ২০২০
টার্মিটেরের হৃদয়ে ‘এওর্টিক ভাল্ব’

ওহাইয়োর ক্লিভল্যান্ড হাসপাতালের বিছানায় আর্নল্ড শোয়ার্জনেগার। ছবি: স্কাই নিউজ

ঢাকা ২৪ অক্টোবর: হলিউডের ‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারের হৃদযন্ত্রে বসানো হয়েছে নতুন ‘এওর্টিক ভাল্ব’। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর বেশ ভালই আছেন বলে টুইটারে জানিয়েছেন ৭৩ বছরের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

হৃদযন্ত্রের মাধ্যমে সঠিক পথে রক্ত চলাচল করতে সাহায্য করে ‘এওর্টিক ভাল্ব’। এটি বসানোর পর টুইটে শোয়ার্জনেগার জানান, তিনি ‘ফ্যান্টাস্টিক’ বোধ করছেন। ওহাইয়োর ক্লিভল্যান্ড হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, “ক্লিভল্যান্ড ক্লিনিকের সদস্যদের ধন্যবাদ। আমি এর মধ্যেই দারুণ বোধ করছি। ক্লিভল্যান্ডে হেঁটে বেড়ানো বেশ উপভোগ করছি। এখানকার প্রত্যেক নার্স ও চিকিৎসকে আবারও ধন্যবাদ।”

শোয়ার্জনেগার তার টুইটার ও ফেইসবুকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা-সহ, ঘোরাঘুরি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। তার ওই পোস্টের সূত্র ধরে ইউএসএটুডে জানিয়েছে, জন্মগত ভাবেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছেন শোয়ার্জনেগার। ২০১৮ সালে তার মুখপাত্র ড্যানিয়েল কেটচেল এ তথ্য প্রকাশ করেছিলেন। তার পারিবারিক ইতিহাসেও এই সমস্যা রয়েছে। শোয়ার্জনেগারের মা ও নানীরও ভাল্ব সংক্রান্ত জটিলতা ছিল।

২০১৮ সালের মার্চে জরুরি ভিত্তিতে শোয়ার্জনেগারের ‘ওপেন হার্ট সার্জারি’করা হয়েছিল। সেই সময় তার ফুসফুসের একটি ভাল্ব প্রতিস্থাপন করা হয়। যেটা প্রথমে স্থাপন করা হয়েছিল ১৯৯৭ সালে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়