Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মৃত্যুর পর নিজের সৃষ্টি ধ্বংস চান কবির সুমন

বৃহস্পতিবার

২৩ জানুয়ারি ২০২৫


১০ মাঘ ১৪৩১,

২২ রজব ১৪৪৬

মৃত্যুর পর নিজের সৃষ্টি ধ্বংস চান কবির সুমন

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫০, ২৫ অক্টোবর ২০২০  
মৃত্যুর পর নিজের সৃষ্টি ধ্বংস চান কবির সুমন

ছবি: ফাইল ফটো

ঢাকা, ২৪ অক্টোবর: কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমন মৃত্যুর পর নিজের সব সৃষ্টি ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইচ্ছা প্রকাশ করেছেন জীবনমুখী বাংলা গানের শিল্পী সুমন।
কবির সুমন লিখেছেন, ‘সকলের অবগতির জন্য সজ্ঞানে, সচেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তা ও সিদ্ধান্তের ভিত্তিতে আমি জানাচ্ছি, আমার কোনো অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে অথবা আমি মারা গেলে আমার সম্পর্কিত সবকিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের (মায়ের নাম প্রয়াত প্রতিমা তোকদার, বাবার নাম দেবব্রত তোকদার)। অন্য কারুর কোনো অধিকার থাকবে না এসব বিষয় ও ক্ষেত্রে।’
তিনি আরো লিখেছেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসা বিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনো কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’
এ প্রসঙ্গে পোস্টেও শেষে তিনি লিখেছেন, ‘আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর। খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভালোমন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি। ফেসবুকে, যাতে অনেকেই এটা জেনে যান। অনুগ্রহ করে আবেগের বশবর্তী হবেন না, উপদেশ পরামর্শ দেবেন না। আমার জীবনে কোনো হতাশা, দুঃখ, ব্যর্থতাবোধ, অবসাদ নেই। আমি সানন্দে বেঁচে আছি। আমার কাজ করে যাচ্ছি।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়