চাষী নজরুল ইসলামের ৬ষ্ঠ প্রয়াণ দিবস আজ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা( ১১ জানুয়ারি): খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের ষষ্ঠ প্রয়াণ দিবস আজ। ২০১৫ সালের আজকের দিনে সবাইকে ছেড়ে বিদায় নিয়েছিলেন দেশ বরেণ্য এই পরিচালক।
১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র মুক্তির মধ্য দিয়ে একদিকে পরিচালক হিসেবে যেমন আত্মপ্রকাশ করেছিলেন তেমনি জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ে।
১৯৬১ সালে তখনকার খ্যাতিমান পরিচালক ফতেহ লোহানীর সাথে আসিয়া চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেনতিনি । এরপর প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের সহকারী হিসাবে 'দুইদিগন্ত' চলচ্চিত্রে কাজ করেন ১৯৬৩ সালে। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর তিনিই প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
এরপর একে একে উপহার দিয়েছেন হাছন রাজা, সংগ্রাম, হাঙর নদীর গ্রেনেড, পদ্মা মেঘনা যমুনা, দেবদাস, মেঘের পরে মেঘ, সুভা, শাস্তি’র মত জনপ্রিয় সব ছবি। প্রায় পাঁচ দশকের পরিচালক জীবনে তিনি ৩০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে একুশে পদক, ১৯৮৬ ও ১৯৯৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এছাড়াও আন্তর্জাতিক কলাকার পুরস্কার, শের-ই-বাংলা স্মৃতি পুরস্কার, স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক, জহির রায়হান স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছিলেন।
তিনি চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।