আইসিইউতে সংশপ্তকের ‘মালু’
বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: মুজিবুর রহমান দিলুর ফেসবুক থেকে
ঢাকা (১৬ জানুয়ারি): ফুসফুসের জটিলতা নিয়ে আইসিইউতে স্থানান্তরিত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নাটক সংশপ্তকের `মালু' খ্যাত অভিনেতা মুজিবুর রহমান দিলু। গতকাল শুক্রবার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য এই অভিনেতাকে গুলশানে একটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে গত মঙ্গলবার উত্তরার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ভর্তির পর দিলুর শরীরের বাঁ পাশের ফুসফুস ৭০ শতাংশ, আর ডান পাশেরটা ১০ শতাংশ আক্রান্ত হয়েছে বলে জানান চিকিৎসক। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরার হাসপাতাল থেকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
অভিনেতা মুজিবুর রহমান দিলুর ছেলে অয়ন রহমান জানান, ‘আব্বুর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। ফুসফুসের সংক্রমণ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, যা খুবই উদ্বেগের। এরই মধ্যে তাঁর শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। কোভিড–১৯ নেগেটিভ হলেও সন্দেহভাজন ধরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।’
বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক সংশপ্তক -এ মালু চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে সাড়া ফেলেছিলেন অভিনেতা মুজিবুর রহমান দিলু। এখনো অনেকের কাছে তিনি মালু নামেই পরিচিত। তবে লম্বা সময় ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মালুখ্যাত মুজিবুর রহমান দিলু।