Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মানুষের অভিশাপ খুব ভয়াবহ : প্রভা

বুধবার

০২ এপ্রিল ২০২৫


১৯ চৈত্র ১৪৩১,

০৩ শাওয়াল ১৪৪৬

মানুষের অভিশাপ খুব ভয়াবহ : প্রভা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১০:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩  
মানুষের অভিশাপ খুব ভয়াবহ : প্রভা

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: টেলিভিশনের দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ফেসবুকে সরব দেখা না গেলেও ইনস্টাগ্রামে তার বিচরণ অহরহই লক্ষ্য করা গেছে। এ মাধ্যমেই তিনি ভক্তদের সঙ্গে নিজের অনুভুতি ভাগ করে নেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, মানুষের অভিশাপ, বদ দু’আ, নিঃশব্দে দুই ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে থেকে ভারি দীর্ঘশ্বাস- খুবই ভয়াবহ জিনিস।

তিনি লিখেছেন, আল্লাহর দরবারে যদি একটা বদ দু’আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না প্রভার। ভুয়া টিকটক আইডির যন্ত্রণায় তিনি নাকাল হয়ে আছেন। সম্প্রতি ওই ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা লিখেছিলেন, আমি আপনাদের কাছে সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো করছেন, সেগুলোর কোনোটাই আমার না। তাই আপনার যদি সত্যিকার আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়