আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ‘আকাশী পুলওভার’ এখন বঙ্গ-তে
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: বঙ্গ
ঢাকা (০৯ ফেব্রুয়ারি): আন্তর্জাতিক মঞ্চে তিনটি পুরস্কার জয়ী সিনেমা ‘আকাশী পুলওভার’র ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে। বঙ্গ’র গ্রাহকরাই এই প্লাটফর্মে ভিন্নধর্মী বাংলা সিনেমাটি উপভোগ করতে পারবেন। সোমবার বঙ্গ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আকাশী পুলওভার সিনেমাটি পৃথিবীর যেকোনো দেশ থেকেই দর্শকরা বঙ্গ অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ ও www.bongobd.com এই ওয়েবসাইট থেকে উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্বমঞ্চে এতোগুলো পুরস্কার জেতা ছবির গল্পটিও বেশ চমকপ্রদ। একজন নিঃসঙ্গ বৃদ্ধা যিনি একটি বাড়িতে একাই থাকেন। তাঁর সঙ্গে থাকেন গৃহ পরিচারিকা। বৃদ্ধা ওই মহিলা পরিচারিকার বিয়ে দিয়েছেন, কিন্তু স্বামীর সঙ্গে ঘর করতে দেন না। তিনি নিজেও কখনও স্বামীর সংসার করেননি। তিনি একা একাই একজন সেলাই দিদিমণি হিসাবে কাজ করতেন। হঠাৎই তাঁর জীবনে আসেন এক ছেলে। আর এই প্রেক্ষাপট নিয়েই গল্প এগোয়।
চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি৷ সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে ‘বেস্ট ড্রামা ফিচার', 'বেস্ট আর্ট ডিরেকশন ইন ফিচার ফিল্ম', 'বেস্ট প্রোডাকশন ডিজাইন ইন ফিচার ফিল্ম' এ তিনটি বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে ‘আকাশী পুলওভার’।
পরিচালক অর্ফিউস মুখোটি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, সমদর্শী দত্ত, রুপা ভট্টাচার্য প্রমুখ।
বঙ্গ-এর প্রধান কন্টেন্ট কর্মকর্তা জনাব মুশফিকুর রহমান বলেন, ‘বঙ্গ আলোচিত সিনেমার পাশাপাশি, দেশি ও বিদেশি অনেক ব্লকবাস্টার সিনেমা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষাভাষি দর্শকদের কাছে সিনেমার জগৎকে বিস্তৃত করে চলেছে। বছরের শুরুতেই বিশ্বমঞ্চে সমাদৃত ‘আকাশী পুলওভার’ এর মতো একটি সিনেমার ডিজিটাল প্রিমিয়ার প্রকাশ করাটা, বাংলা সিনেমাপ্রেমিদের জন্য একটা নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করছি।’