৩৬ টি চলচ্চিত্র নিয়ে ডিআইএমএফএফ’র ৭ম আসর
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ডিআইএমএফএফ
ঢাকা (২৫ ফেব্রুয়ারি): ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষানবিস প্রোগ্রাম `সিনেমাস্কোপ’র অধীনে আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব’ (ডিআইএমএফএফ) এর ৭ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারী।
৩০টি দেশ থেকে জমা হওয়া মোট ১৭৮টি চলচ্চিত্র থেকে বাছাই করা ৩৬ টি চলচ্চিত্র নিয়ে ২৬ ফেব্রুয়ারি অনলাইনে ও ২৭ ফেব্রুয়ারি স্টার সিনাপ্লেক্সে আয়োজিত হবে এবারের উৎসব ।
দুইদিনব্যাপী এই উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে অনলাইন জুম প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর রাফি আহমেদ, ফেস্টিভ্যাল কো-অরডিনেটর জেরিন তাসনিম তাহসিন ও জনসংযোগ কর্মকর্তা ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফাইকা হোসেন।
ফেস্টিভ্যাল ডিরেক্টর রাফি আহমেদ জানান, ডিআইএমএফএফ ২০২১ এ বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন রতন কুমার পল, তানহা জাফরিন এবং অমিতাভ রেজা চৌধুরী।
ফেস্টিভ্যাল কো-অরডিনেটর জেরিন তাসনিম তাহসিন জানান, ডিআইএমএফএফ প্রতি আসরে দেশের ঐতিহ্যের প্রথা ও সংস্কৃতিকে ধরে রাখে। এই আদর্শেই সপ্তম আসরের থিম ‘রিক্সা পেইন্ট’ রাখা হয়েছে।