জয়ার নতুন ছবি ‘অলাতচক্র’
সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
অলাতচক্র। ছবি: সংগৃহীত
ঢাকা (০৭ মার্চ): মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা অলাতচক্র। আহমেদ ছফার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিখ্যাত উপন্যাস অলাতচক্র নিয়ে এ সিনেমাটি নির্মিত হয়েছে।
দু-পারের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ইন্সটাগ্রামে সিনেমার টিজার শেয়ার করে লিখেছেন উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে অলাতচক্র। এটি বাংলা ভাষায় নির্মিত সর্বপ্রথম থ্রিডি চলচ্চিত্র অলাতচক্র।
সিনেমাতে রয়েছেন জয়া আহসান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ, গাজী মাহতাব হাসান, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও অনেকে। অতিথি শিল্পীর অভিনয় করেছেন খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান এবং অলাতচক্র সিনেমাটি পরিচালনা করছেন হাবিবুর রহমান।
মুলত, অলাতচক্র বাংলাদেশের অগ্রণী লেখক আহমদ ছফার ১৯৭১-এর মুক্তিযুদ্ধ উপন্যাসের প্রেক্ষাপট। অলাতচক্র গল্প নিয়ে সিনেমায় আসছে দুই পারের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের সুদক্ষ অভিনয় দিয়ে মন জয় করেছেন কোটি দর্শকের।