Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিয়ে করেছেন নায়িকা আঁচল আঁখি

বৃহস্পতিবার

২৬ ডিসেম্বর ২০২৪


১২ পৌষ ১৪৩১,

২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ে করেছেন নায়িকা আঁচল আঁখি

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫০, ৩০ নভেম্বর ২০২৩  
বিয়ে করেছেন নায়িকা আঁচল আঁখি

সংগৃহিত

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তার। প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তারা। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিয়ের কথা নিশ্চিত করেন চিত্রনায়িকা আঁচল। এতদিন কিছু সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। আর বিয়ের বিষয়টি কেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সেটিও জানিয়েছেন এ নায়িকা।

আঁচল আঁখি বলেন, ‘সৈয়দ অমি আসলে আমার প্রেমিক নয়, স্বামী। বিয়ের আগে আমাদের প্রেম করা হয়নি। একটি গানের মিউজিক ভিডিও নিয়ে কয়েকবার কথা হয়েছিল। আর গানটি রিলিজের পর হয়তো দু’ থেকে তিনবার দেখা হয়েছিল আমাদের। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।’

২০২০ সালের ডিসেম্বর। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় অমি-আঁখির। এরপর আরও কয়েকবার কথা হয়। তারপর জানুয়ারিতে (২০২১) শুটিং হয় গানটির। যা প্রকাশ হয় ওই মাসেই। গানটি ভালো সাড়াও পায় শ্রোতামহলে।

একসঙ্গে কাজ থেকে প্রেমের সম্পর্কে জড়ানোর প্রসঙ্গ উঠতেই আঁচল বলেন, ‘না, আসলে প্রেম নয়। গানটি প্রকাশের পর শ্রোতামহলে ভালো সাড়া পেয়েছিল। আমারও অনেক প্রিয় হয়ে উঠে গানটি। এ কারণে ওকে ফোন করে ধন্যবাদ দিয়েছিলাম আমি। তখন ও আমাকে বলে, “আপু, তাহলে তোমাকে একদিন ট্রিট দেব আমি।” এটা ২০২১ সালের ২৭/২৮ তারিখের দিকে।’

সৈয়দ অমি আগে থেকেই অনেক শ্রদ্ধা ও সম্মান করেন আঁচলকে। মিউজিক ভিডিওর শুটিংয়ে যা বেশ ভালো করেই পর্যবেক্ষণ করেছিলেন অভিনেত্রী। এ কারণে গায়কের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন বলে জানান তিনি। আঁচল বলেন, ‘এটা ফেব্রুয়ারি ছিল। ট্রিট দেয়ার দিন সে আমার সামনে নিচের দিকে মুখ করে তাকিয়ে ছিল। বলে, “আপু, তোমাকে খুব পছন্দ করি বলে একটা কথা বলতে চাচ্ছি, যদি তুমি কিছু মনে না করো।” এরপর আমি বলে, হ্যা বলো। তারপর সে দেখি নিচের দিকে তাকিয়ে সরাসরি আমাকে বলতেছে, “তোমাকে আমি বিয়ে করতে চাই।”

‘তার এ কথায় তো আমি ভীষণ অবাক হয়েছিলাম। বলে কী ছেলে? প্রথমে তো ফ্রেন্ডশীপ করবে, তারপর ধীরে ধীরে প্রেমের দিকে, এরপর বিয়ে। কিন্তু নাহ্। এ ছেলে সরাসরি বিয়ের প্রস্তাব দিলো! আমি ওকে বলি, এই ছেলে, কী বলতেছো তুমি? চিন্তাভাবনা করে বলতেছো? তারপর সে আমাকে বলল, “ হ্যাঁ। আমি অন্যদের মতো ফ্রেন্ডশীপ করব, রিলেশনে যাব এবং কিছুদিন পর ছেড়ে চলে যাব, এ রকম নই। আপনাকে আমি সারাজীবনের সঙ্গী হিসেবে চাই। আপনি আমার ফ্যামিলি দেখেন। যদি ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে আপনি আমাকে বইলেন। এরপর আমি আর আপনাকে এ ব্যাপারে কিছু বলব না।” এরপর সেখান থেকে আমি সিলেটে শুটিংয়ে যাই।’

২০২১ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখে বিয়ে হয় অমি-আঁচলের। এ ব্যাপারে নায়িকা বলেন, ‘ওই বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমাদের দেখা হয়। আমি তখন বলি যে, চলো, তোমার মা’র সঙ্গে দেখা করব আমি। এরপর ওর গ্রামের বাড়িতে রওনা হই। তখন আমি তো ওর বাড়িতে গিয়ে অবাক। সেখানে দেখি ওর পরিবারের সবাই বিয়ের আয়োজন প্রায় প্রস্তুত করে রেখেছে। আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছিলাম না। আমি যেন নিজের মধ্যে নেই। ওর পরিবারের লোকজন যা বলছে তাই করছি আমি। আমাদের ওইদিনই বিয়ে হতো। কিন্তু যেতে রাত হওয়ায় পরদিন বিয়ে হয়। পরে আমাকে একদিন থাকতে বলা হয়। এরপর আমি আমার বাড়িতে জানাই। তারা সেখানে যায়। তারপর ১৫ তারিখে বিয়ে হয় আমাদের।’

এদিকে বিয়ের প্রায় তিন বছর হলেও বিষয়টি এখনো অনেকটা অপ্রকাশিত। যদিও কাছের মানুষ এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা বিষয়টি জানেন বলে দাবি আঁচলের। এ ব্যাপারে তিনি বলেন, ‘২০২১ সালে ফেব্রুয়ারিতে আমাদের পারিবারিক আয়োজনে বিয়ে হয়। এরপর অবশ্য সবাইকে নিয়ে বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। কিন্তু বিয়ের কয়েক মাস পর জুনে আমার শাশুড়ির মৃত্যু হয়। স্বাভাবিকভাবে পরিবারের একজন সদস্যের মৃত্যুতে এমন আয়োজন করা উচিত নয়। এ কারণে আমরা আর বড় করে কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি।’

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য ও খ্যাতি লাভ করেন তিনি। একযুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়