স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একগুচ্ছ নাটকের উদ্যোগ বিটিভির
সাংস্কৃতিক প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একগুচ্ছ নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে বিটিভি। ছবি: সংগৃহীত
ঢাকা (১০ মার্চ): বাংলাদেশ টেলিভিশন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একগুচ্ছ নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন রামপুরার কার্যালয়ে নাটকের পাণ্ডুলিপির বিষয় নির্ধারণে নির্মাতা ও নাট্যকারদের সঙ্গে মত বিনিময় করেন।
স্বাগত বক্তব্যে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন নাট্যকারদেরকে নাটক নিয়ে মুক্ত আলোচনার আহ্বান জানান। স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যকার আতাউর রহমান, বঙ্গবন্ধুর জীবন কর্ম, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্রকৃতির সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক, বাঙালির ঐতিহ্যকে নিয়ে নাটক নির্মাণের গুরুত্ব দেন।
অনন্ত হীরা দেশ, মাটি, মানুষ, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে নিয়ে প্রতি মাসে দুটি সাপ্তাহিক নাটক নির্মাণ করার কথা বলেন। এছাড়া, গুণী নাট্য নির্মাতাদের দিয়ে নাটক নির্মাণ করে বিটিভির ঐতিহ্যকে ফেরানোর প্রস্তাব করেন মাসুম রেজা। বিটিভির নিজস্ব বাজেট, পরিকল্পনা ও পরিচালনায় বঙ্গবন্ধুকে নিয়ে ১২টি সিনেমা নির্মাণের প্রস্তাব করেন নাট্যকার আজাদ আবুল কালাম। এছাড়াও বাংলাদেশের অনেক গুণী নাট্যকার বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি নাটক, সিনেমা নির্মাণের প্রস্তাব করেন।
বিটিভির উপ মহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ, পরিচালক (প্রশাসন) নেছারউদ্দিন জুয়েল, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ, ঢাকা কেন্দ্রের জিএম নাসির মাহমুদসহ বাংলাদেশের অনেক গুণী নাট্যকার এ আলোচনায় অংশ গ্রহণ করেন।