আইসিইউতে কাজী হায়াৎ
বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার
কাজী হায়াৎ। ছবি: সংগৃহীত
ঢাকা (২২ মার্চ): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা জনি।
রাজধানী ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন ৭৪ বছর বয়সী কাজী হায়াৎ।
যুক্তরাষ্ট্র থেকে বাবার অসুস্থতার খবরে দেশে ফিরেছেন চিত্রনায়ক কাজী মারুফ। কাজী মারুফ জানান, “বাংলাদেশের মানুষ আমার বাবাকে ভালোবাসেন। আমার আব্বার জন্য দোয়া করবেন যেন উনাকে সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি।”
২ মার্চ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। টিকা নেওয়ার পরে গত ১০ মার্চ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তের আগে থেকেই তার হার্টে রিং পরানো, ডায়াবেটিস ও হৃদযন্ত্রের জটিলতাসহ নানা ধরনের অসুখে ভুগছেন কাজী হায়াৎ।