করোনাভাইরাসে আক্রান্ত কবি শঙ্খ ঘোষ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
![করোনাভাইরাসে আক্রান্ত কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত কবি শঙ্খ ঘোষ](https://www.businessinsiderbd.com/media/imgAll/2020October/shonkho-2104150558.jpg)
কবি শঙ্খ ঘোষ। ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): ভারতের বাংলাভাষী প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিন ধরে সামান্য জ্বর ও পেটে সমস্যা ছিল কবি শঙ্খ ঘোষের। এ কারণে, তাঁর করোনাভাইরাস সংক্রান্ত পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।
জানা গেছে, আপাতত তাঁর জ্বর নেই। তবে শারীরিকভাবে দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
৮৯ বছর বয়সী এই কবি বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন । মাঝে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে।
তাঁর লেখা অসংখ্য কবিতা পাঠকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘যমুনাবতী’ কবিতার প্রথম অনুচ্ছেদ তুলে ধরা হল—
“নিভন্ত এই চুল্লীতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে।
নোটন নোটন পায়রাগুলি
খাঁচাতে বন্দী
দু’এক মুঠো ভাত পেলে তা
ওড়াতে মন দি’।”