শতাধিক পর্বের ওয়েব সিরিয়ালে চঞ্চল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৪): শতাধিক পর্বের ওয়েব সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় সিরিয়ালটির নাম ‘রূপকথা নয়’।
নির্মাতা জানান, এটি রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিয়াল। শনিবার থেকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং শুরু হবে।
‘সাপলুডু’ খ্যাত নির্মাতা দোদুল বলেন, চঞ্চল চৌধুরীকে ঘিরে গল্প ঘুর-পাক খাবে। তিনি দেশের একজন ধনী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন।
ওয়েব সিরিয়াল প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর কথা, ‘চরিত্রের মধ্যেই ডুবে আছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না।’
‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালে আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, জান্নাতুল সুমাইয়া হিমি, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, সাইফ বাবুসহ অনেকেই। নির্মাতা সূত্রে জানা গেছে, ধীরে ধীরে এই ওয়েব সিরিয়ালে জনপ্রিয় তারকারা যুক্ত হবেন।
সাম্প্রতিক সময়ে ওয়েব দুনিয়ায় আলোচিত নাম চঞ্চল চৌধুরী। তাকে ঘিরেই ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভ প্রথম বার বাংলাদেশে এই ওয়েব সিরিয়াল নির্মাণ করছে। জি ফাইভে ‘রূপকথা নয়’ সিরিয়ালটির দেখা মিলবে।