Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ইন্ডির ভূমিকায় ফিরছেন হ্যারিসন ফোর্ড

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্ডির ভূমিকায় ফিরছেন হ্যারিসন ফোর্ড

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৪, ১১ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:২২, ১১ ডিসেম্বর ২০২০
ইন্ডির ভূমিকায় ফিরছেন হ্যারিসন ফোর্ড

রেইডার অব দ্য লস্ট আর্ক ছবিতে ইন্ডির ভূমিকায় হ্যারিসন ফোর্ড: বিবিসি

ঢাকা (১১ ডিসেম্বর): ডিজনি মুভি ফ্র্যাঞ্চাইজের ইন্ডিয়ানা জোন্স সিরিজে ইন্ডির ভূমিকায় ফিরে আসছেন ৭৮ ব্ছরের আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ড। জেমন ম্যাগোল্ডের পরিচলনায় ইন্ডির ভূমিকায় এটাই হবে ফোর্ডের পঞ্চম এবং শেষ পর্ব। ভার্চুয়াল অনুষ্ঠানে দেয়া এক ঘোষণায় ডিজনি এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের জুলাইতে ইন্ডির এ অভিযান মুক্তি পাবে। ২০১৩ সালে এক সাক্ষাতকারে হ্যারিসন ফোর্ড ইন্ডির ভুমিকায় ফিরে আসার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে ছিলেন। প্রযোজক ফ্য্যাঙ্ক মার্শালও সম্প্রতি ডেন অব গীক কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, এ আইকনিক রোলে হ্যারিসন ফোর্ডের বিকল্প কাউকে নেয়ার পরিকল্পনা তার নেই।

মার্শাল বলেন, আমরা এখন স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। ইন্ডিয়ানা জোন্সে ইন্ডি একজনই। আর তিনি হচ্ছেন হ্যারিসন ফোর্ড।

হ্যারিসন ফোর্ডকে ইন্ডির ভূমিকায় প্রথম দেখা গেছে ১৯৮১ সালের রেইডার অব দ্য লস্ট আর্ক ছবিতে। এরপর ১৯৮৪ সালে ইন্ডিয়ানা জোন্স এন্ড দ্য টেম্পল অব ডুম, ১৯৮৯ সালে ইন্ডিয়ানা জোন্স এন্ড দ্য লাস্ট ক্রুসেড এবং ২০০৮ সালে সিরিজের চতুর্থ ছবি ইন্ডিয়ানা জোন্স এন্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল এ ইন্ডি ছিলেন হ্যারিসন ফোর্ড।

ইন্ডিয়ানা জোন্স সিরিজের পঞ্চম এবং শেষ কিস্তির নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন চিত্রনাট্যকার এসেছেন আবার চলে গেছেন। বর্তমান কোভিড পরিস্থিতির কারণে এ প্রকল্প আরো বিলম্বিত হচ্ছে।

একই ঘোষণায় ডিজনি আরো জানিয়েছে, ডিজনি প্লাসে তারা স্টার ওয়ার্স এবং মার্বেল সিরিজ শুরুর পরিকল্পনা করছে। এ স্ট্রিম সার্ভিসে তারা ১৫টি লাইভ অ্যাকশন, পিক্সার এবং অ্যানিমেটেড সিরিজ এবং ১৫টি লাইভ অ্যাকশন, পিক্সার এবং অ্যানিমেটেড মুভিরও ঘোষণা দিয়েছে।  বিশ্বব্যাপী এখন ডিজনি প্লাসের গ্রাহকের সংখ্যা ৮৬ দশমিক ৮ মিলিয়ন বলে ডিজনির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়