শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থ  আত্নসাতের মামলায় জামিন পেলেন টোকন ঠাকুর 

বিনোদন প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:১৭, ২৭ অক্টোবর ২০২০  
অর্থ  আত্নসাতের মামলায় জামিন পেলেন টোকন ঠাকুর 

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা( ২৬ অক্টোবর) : চলচ্চিত্র নিমার্ণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত জামিনের এই আদেশ দেন।

এর আগে আসামি টোকন ঠাকুরকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় তাঁকে জামিন দেন। 

এদিকে, গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশ এলিফ্যান্ট রোড এলাকা  থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

মামলার নথি থেকে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়  থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ২০১৬ সালে টোকেন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

ওই মামলার প্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়