সুতি কাপড়ের মাস্ক নিরাপদ নয়!
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৯ ডিসেম্বর): করোনাভাইসের সংক্রমন থেকে বাঁচতে মাস্কের ভূমিকা বা গুরুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। এ মহামারি থেকে রেহাই পেতে এ মাস্কই প্রাথমিক রক্ষাকবজ হিসেবে কাজ করে। তবে কোন ধরণের মাস্ক করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরি তা নিয়ে বিতর্কের শেষ নেই।
এখন বিজ্ঞানিরা বলছেন, সংক্রমন প্রতিরোধে সুতির মাস্ক খুব একটা কার্যকর নয়। যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী বলছেন, করোনাভাইরাস রোধে সুতি কাপড়ের তৈরী মাস্কের চেয়ে দুই লেয়ারের নাইলনের তৈরী মাস্কই বেশি কার্যকর। এটা সুচির চেয়ে বেশি সুরক্ষা দিতে সক্ষম।
মাস্ক ব্যবহার ঠিক কতটা করোনা ভাইরাস প্রতিহত করতে সক্ষম সে বিষয়ে এখনো বিজ্ঞানিরা কোন একক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হননি। তবে মাস্ক না পরলে করোনায় আক্রান্ত হওয়ার আশংকা অনেক বেশি বলে জানিয়েছেন বেশির ভাগ বিজ্ঞানী। তাই করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা উচিৎ বলে তারা অভিমত দিয়েছেন।
বিজ্ঞানীরা দাবি করছেন, সার্জিক্যাল মাস্ক বাতাসে ভাসমান ভাইরাস থেকে ৩৮.৫ ভাগ সুরক্ষা দেয়। তবে অনেকেই ভুল পদ্ধতিতে মাস্ক ব্যবহার করছেন। সার্জিক্যাল মাস্ক সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ভাইরাসের হাত থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে ৬০ শতাংশ পর্যন্ত। সার্জিক্যাল মাস্কের ওপর দুই লেয়ারের নাইলন মাস্ক ব্যবহার করলে ভাইরাস থেকে বাঁচার সম্ভাবনা ৮০ ভাগ বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন।
সূত্র: টাইমস অব ইনডিয়া