Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
চলে গেলেন অডিও ক্যাসেটের স্রষ্টা 

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলে গেলেন অডিও ক্যাসেটের স্রষ্টা 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫১, ১১ মার্চ ২০২১   আপডেট: ২৩:৫২, ১১ মার্চ ২০২১
চলে গেলেন অডিও ক্যাসেটের স্রষ্টা 

ছবি: ক্যাসেটের আবিষ্কারক ডাচ প্রকৌশলী ল্যু ওটেন্স

ঢাকা (১১ মার্চ): বিশ্বের সাধারণ সঙ্গীত পিপাসুদের কাছে অডিও ক্যাসেটের মৃত্যু ঘটেছে বেশ আগেই। ক্যাসেটের জায়গা দখলে নিয়েছিল কমপ্যাক্ট ডিস্ক। এবার পৃথিবী থেকে হারিয়ে গেলেন সেই অডিও ক্যাসেটের আবিষ্কারক ডাচ প্রকৌশলী ল্যু ওটেন্সও। 

ডাচ্ মিডিয়া এনআরসি হ্যান্ডলসব্লট জানিয়েছে, নেদারল্যান্ডসের ডুইজেলে ৬ মার্চ মারা যান মারা যান ল্যু ওটেন্স। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। 

১৯৬০ এর দশকে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আনুমানিক ১০ হাজার কোটি ক্যাসেট বিক্রি হয়েছে।

মানুষের গান শোনার অভ্যাস বদলে দিয়েছিলো ল্যু ওটেন্সের আবিষ্কার। ডিজিটাল যুগে এসেও মানুষ ক্যাসেট টেপ খুঁজে ফিরেছে। সাম্প্রতিক বছরে ফের চাহিদা দেখা দিয়েছে ক্যাসেট টেপের।

ওটেন্স ১৯৬০ সালে ফিলিপসের পণ্য উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। সেখানে তিনি ও তার দল ক্যাসেট টেপ তৈরি করেন। ১৯৬৩ সালে বার্লিন রেডিও ইলেকট্রনিক্স মেলায় তা প্রদর্শন করা হয়। এরপর গোটা বিশ্বে সফলতা অর্জন করে অডিও ক্যাসেট টেপ।

ক্যাসেট উদ্ভাবনের পরপরই অনেক জাপানি প্রতিষ্ঠান অডিও টেপ বাজারে নিয়ে আসতে শুরু করে। কিন্তু সেগুলোর আকার ঠিক ছিল না। ক্যাসেট ভেদে আকার ভিন্ন হতো। পরে নিজ মডেলের ক্যাসেটকে পেটেন্ট করাতে ফিলিপস এবং সনির সঙ্গে চুক্তি করেন ওটেন্স।

ক্যাসেট তৈরির ৫০ বছর পূর্তিতে ওটেন্স টাইম ম্যাগাজিনকে বলেছিলেন, প্রথম দিনটি থেকে “সাড়া” ফেলেছিলো ক্যাসেট।

শুধু ক্যাসেট নয়, কমপ্যাক্ট ডিস্ক বা সিডি তৈরিতেও জড়িত ছিলেন ওটেন্স। এখন পর্যন্ত গোটা বিশ্বে ২০ হাজার কোটিরও বেশি সিডি বিক্রি হয়েছে। ১৯৮২ সালে ফিলিপস যখন সিডি প্লেয়ার প্রদর্শন করে, তখন ওটেন্স বলেছিলেন, “এখন থেকে গতানুগিতক রেকর্ড প্লেয়ার বাতিলের খাতায় নাম লেখালো।”

সিডি প্লেয়ার প্রদর্শনের ঠিক চার বছর পর অবসরে যান ওটেন্স। নিজ কর্মজীবনের মাত্র একটি বিষয় নিয়েই তার আক্ষেপ ছিল। সেটি হলো, “আইকনিক ক্যাসেট প্লেয়ার ওয়াকম্যান সনি তৈরি করেছে, ফিলিপস নয়।”

সাম্প্রতিক বছরে আবার হুট করে বেড়েছে ক্যাসেট টেপের চাহিদা। মার্কিন পপ তারকা লেডি গাগা ও দ্য কিলারসের মতো শিল্পীরা ক্যাসেটে গান রিলিজ করেছেন।

যুক্তরাজ্যের অফিশিয়াল চার্টস কোম্পানির দেওয়া তথ্য অনুসারে, গত বছরের প্রথমার্ধে ২০১৯ সালের তুলনায় ক্যাসেট বিক্রি বেড়েছিল ১০৩ শতাংশ। আর যুক্তরাষ্ট্রের নেইলসেন মিউজিকের তথ্যানুযায়ী আগের বছরের তুলনায় ২০১৮ সালে ক্যাসেটের বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়