ঠোঁট শুষ্কতা রোধে যা করবেন
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২৯ অক্টোবর): শীত এলে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। আর শীতের আগেই ঠোঁটের শুষ্কতা জানান দেয়, শীত আসছে। হেমন্তেই অনেকের ঠোঁট শুষ্ক হতে শুরু করেছে। ঠোঁটের কোমলতা ধরে রাখতে এখন থেকেই আমাদের আলাদা যত্ন নিতে হবে।
এজন্য যা করতে হবেÑ ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করলে চমৎকার ফল পাওয়া যাবে। আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করতে হবে। অলিভ বা আমন্ড অয়েল ঠোঁটে মেখে রাতে ঘুমাতে হবে। ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজানো যাবে না, সঙ্গে লিপবাম রাখতে হবে। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিলেই হলো। নারীরা শীতের সময় অবশ্যই ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন।
ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা, আমলকি খান আর প্রতিদিন ঠোঁটের একটু যত্ন নিন। এতেই মিষ্টি হেসে শীতকে স্বাগত জানাতে পারবেন।