পল্লী বিদ্যুৎ বোর্ডের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষার তারিখ প্রকাশিত
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৩ জানুয়ারি): পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/পিএন্ডএম/ ইএন্ডসি/ইআরইউ/এসএন্ডপি/ ইআরসি) পদে নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় সূচী জানানো হয়। এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা চলতি বছরের আগামী ০৫ ফেব্রুয়ারী ও মৌখিক পরীক্ষা ০৭ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার জন্য প্রার্থীদের ডাকযোগে কোন প্রবেশপত্র পাঠানো হবেনা। প্রার্থীরা brebhr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৭ জানুয়ারী থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্রের ফটোকপি গ্রহণযোগ্য হবেনা।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষা:
কেন্দ্র: রোল নং ২২০০০০০১-২২০০৩৫০০- মিরপুর কলেজ, মিরপুর-২, ঢাকা;
রোল নং ২২০০৩৫০১-২২০০৬১০০-আদর্শ হাই স্কুল, মিরপুর-১০, ঢাকা;
রোল নং ২২০০৬১০১ -২২০০৭৭৫০- গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ, , মিরপুর-১০, ঢাকা;
রোল নং ২২০০৭৭৫১ -২২০১০৪৬৪-মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর-১০, ঢাকা;
সময়: ০৫ ফেব্রুয়ারী২০২১,শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে।
মৌখিক পরীক্ষা: শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় কৃতকার্যদের জন্য প্রযোজ্য
কেন্দ্র: সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মহোদয় এর অফিস কক্ষ (৩য় তলা), বাপবিবো, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২০।
সময়: ০৭ ফেব্রুয়ারী ২০২১, রবিবার, সকাল ১০:০০ টা থেকে।