চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরির সুযোগ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
ঢাকা (০২ ফেব্রুয়ারি): সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বিজ্ঞপ্তি অনুসারে ৫ টি পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। জানুয়ারির ২৮ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
সহকারী হারবার, পাইলট, ইন্সট্রাক্টর, ফার্মাসিস্ট ও সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ দেবে চবক। আগ্রহী প্রার্থীদের jobscpa.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।
বয়সের ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স বিবেচনা করা হবে।
পদের নাম: সহকারী হারবার
পদসংখ্যা:০২
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার এফজি বা ১ম শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেনির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ ৪০ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ (মাস্টার মেরিনার), ৩৫,০০০- ৬৭,০১০ টাকা (নন মাস্টার মেরিনার)
পদের নাম: পাইলট,
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেনির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের ১ম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেনির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ ৩৫ বছর।
বেতন স্কেল: ৩৫,০০০- ৬৭,০১০ টাকা।
পদের নাম: ইন্সট্রাক্টর (টেকনিক্যাল)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক অথবা বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রী। সরকারি/ আধাসরকারি/ এনজিও/ স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১/২ বছরের অভিজ্ঞতা
বয়স: অনূর্ধ ৪০ বছর। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে বয়স ০৫ বছর পর্যন্ত শিথীলযোগ্য বলে গণ্য হবে।
বেতন স্কেল:২২,০০০- ৫৩,০৬০ টাকা।
পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ এইচএসসি পাসদের অগ্রাধিকার দেওয়া হবে। ফার্মেসী কোর্সে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১/২ বছরের অভিজ্ঞতা
বয়স: অনূর্ধ ৩০ বছর।
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা:০২
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ এইচএসসি সহ নার্সিং কাউন্সিল হতে সাধারণ নার্সিং এবং ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা।
বয়স: অনূর্ধ ৩০ বছর।
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা।