সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে তিন ব্যাংক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ ব্যাংকের লোগো
ঢাকা (০৮ ফেব্রুয়ারি): ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে তিন ব্যাংকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), (২০১৯ সালভিত্তিক)
পদসংখ্যা: ১২টি
ক. সোনালী ব্যাংক লিমিটেড - ১টি।
খ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক - ২টি
গ) বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন - ৯টি।
বেতন স্কেল: ১৬০০০–১৬৮০০–১৭৬৪০–৩৮৬৪০ এবং অন্যান্য সুবিধা
শিক্ষাগত যোগ্যতা
ক) সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
ঘ. এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ আর জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম হলে দ্বিতীয় বিভাগ হবে।
ঙ. অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ। ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ। ৪ পয়েন্ট স্কেলে ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম হলে দ্বিতীয় বিভাগ, ৫ স্কেলে ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম হলে দ্বিতীয় বিভাগ হবে।