৫৪ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ছবি:সংগৃহীত
ঢাকা (১০ মার্চ): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি,সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময় পর্যন্ত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ১ টি পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ০৯ মার্চ থেকে ০৫ এপ্রিল ২০২১ তারিখে erecruitment.bcc.gov.bd এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
পদের নাম: তথ্য সেবা সহকারী
পদ সংখ্যা: ৫৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
অন্যান্য যোগ্যতা: বেসিক আইটিতে ডিপ্লোমা, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং এবং সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ফেসবুক,ম্যাসেঞ্জার, স্কাইপি, টুইটার, লিংকড ইন, ভিডিও কনফারেন্সিং পরিচালনায় দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৬৯০ টাকা।