Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ

বুধবার

১৫ জানুয়ারি ২০২৫


২ মাঘ ১৪৩১,

১৫ রজব ১৪৪৬

বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৪, ৮ জানুয়ারি ২০২১  
বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ

ছবি: সংগৃহীত

ঢাকা(০৮ জানুয়ারি): মোট ৪৭ ক্যাটাগরিতে ৩৫০টি শূন্যপদে  জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।
 
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। নির্ধারিত ফরম www.baf.mil.bd   ওয়েবসাইটে পাওয়া যাবে।  একজন ব্যাক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

১/ পদের নাম: কম্পিউটার অপারেটর; পদ সংখ্যা: ০৫ জন

২/ পদের নাম: নকশাকার গ্রেড-২; পদ সংখ্যা: ০৪ জন

৩/ পদের নাম: সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর; পদ সংখ্যা: ০২ জন

৪/ পদের নাম: নকশাকার গ্রেড-৩; পদ সংখ্যা: ০৪ জন

৫/ পদের নাম: ম্যাকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার; পদ সংখ্যা: ৩০ জন

৬/ পদের নাম: মিস্ত্রী-ক্লাস ১ (ম্যাকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার); পদ সংখ্যা: ০২ জন

৭/ পদের নাম: মিস্ত্রী-ক্লাস ১ (ইলেকট্রিক ফিটার); পদ সংখ্যা: ০২ জন

৮/ পদের নাম: মিস্ত্রী-ক্লাস ১ (এয়ারফ্রেম ফিটার); পদ সংখ্যা: ০২ জন

৯/ পদের নাম: অফিস করণিক; পদ সংখ্যা: ১২ জন

১০/ পদের নাম: স্টোরম্যান; পদ সংখ্যা: ০৭ জন

১১/ পদের নাম: মিডওয়াইফ;পদ সংখ্যা: ০৩ জন

১২/ পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর; পদ সংখ্যা: ০৪ জন

১৩/ পদের নাম: স্পোর্টস মার্কার; পদ সংখ্যা: ০২ জন

১৪/ পদের নাম: ফায়ার ফাইটার; পদ সংখ্যা: ০২ জন

১৫/ পদের নাম: মিস্ত্রী-ক্লাস ২ (ম্যাকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক); পদ সংখ্যা: ০৭ জন
১৬/পদের নাম: মিস্ত্রী-ক্লাস২ (ইলেকট্রিক মেকানিক); পদ সংখ্যা: ০২ জন

১৭/ ট্রেডসম্যান (ম্যাকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক); পদ সংখ্যা: ০৭ জন

১৮/ পদের নাম: ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক); পদ সংখ্যা: ০৭ জন

১৯/ পদের নাম: ট্রেডসম্যান (কার্পেন্টার); পদ সংখ্যা: ০৪ জন

২০/ পদের নাম:  ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার); পদ সংখ্যা: ০৩ জন

২১/ পদের নাম:  ট্রেডসম্যান (পেইন্টার); পদ সংখ্যা: ০৫ জন

২২/ পদের নাম:  ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক); পদ সংখ্যা: ০৬ জন

২৩/ পদের নাম:  ট্রেডসম্যান (জেনারেল মেকানিক); পদ সংখ্যা: ০৪ জন

২৪/ পদের নাম:  ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার); পদ সংখ্যা: ০৩ জন

২৫/ পদের নাম: ট্রেডসম্যান (আর্মামেন্ট ম্যাকানিক); পদ সংখ্যা: ০২ জন

২৬/ পদের নাম:  ট্রেডসম্যান (ওয়েল্ডার); পদ সংখ্যা: ০৪ জন

২৭/ পদের নাম: ট্রেডসম্যান (ওয়ার্লেস ম্যাকানিক); পদ সংখ্যা: ০২ জন

২৮/ পদের নাম: ট্রেডসম্যান (ফেব্রিক ওয়ার্কার); পদ সংখ্যা: ০২ জন

২৯/ পদের নাম:  ট্রেডসম্যান (ইঞ্জিন ম্যাকানিক); পদ সংখ্যা: ০৪ জন

৩০/ পদের নাম: মুয়াজ্জিন; পদ সংখ্যা: ০২ জন

৩১/ পদের নাম: দাই; পদ সংখ্যা: ০১ জন

৩২/ পদের নাম: অফিস সহায়ক; পদ সংখ্যা: ২২ জন

৩৩/ পদের নাম: লস্কর; পদ সংখ্যা: ৫৮ জন

৩৪/ পদের নাম: বাবুর্চি; পদ সংখ্যা: ২৬ জন

৩৫/ পদের নাম: লস্কর এন্টি- ম্যালেরিয়া; পদ সংখ্যা: ০৩ জন
৩৬/ পদের নাম: লস্কর এয়ারক্রাফট; পদ সংখ্যা: ১১ জন

৩৭/ পদের নাম: ম্যাকানিক্যাল ট্রান্সপোর্ট গ্যীজার; পদ সংখ্যা: ১০ জন

৩৮/ পদের নাম: লস্কর স্পোর্টস মার্কার; পদ সংখ্যা: ০২ জন

৩৯/ পদের নাম: লস্কর বার্ডশ্যুটার; পদ সংখ্যা: ০৪ জন

৪০/ পদের নাম: ওয়াচম্যান; পদ সংখ্যা: ১০ জন

৪১/ পদের নাম: লস্কর ওয়ার্ড বয়; পদ সংখ্যা: ০১ জন

৪২/ পদের নাম: ওয়াশার আপ; পদ সংখ্যা: ২২ জন

৪৩/ পদের নাম: মালী; পদ সংখ্যা: ১৪ জন

৪৪/ পদের নাম: ওয়াটার ক্যারিয়ার; পদ সংখ্যা: ০১

৪৫/ পদের নাম: আয়া; পদ সংখ্যা: ০১

৪৬/ পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী; পদ সংখ্যা: ১৮

৪৭/ পদের নাম: লস্কর ফায়ার ফাইটার; পদ সংখ্যা: ০৬

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়