সহকারী জজ নিয়োগ দিবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২০ জানুয়ারি): সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৪তম বিজেএস) এবার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২:০০ টা থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) থেকে কমিশন কর্তৃক নির্ধারিত ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখের রাত ১১:৫৯ পর্যন্ত।
পদের নাম: সহকারী জজ
পদসংখ্যা: ১০০
বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে অনধিক ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রীসহ। আইন বিষয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) বা আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেনী বা সমমানের সিজিপিএ থাকতে হবে।