শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবেশনারি অফিসার নেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৭, ২২ নভেম্বর ২০২০  
প্রবেশনারি অফিসার নেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ নভেম্বর): বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে।

ইউজিসি স্বীকৃত দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি অনার্সসহ এমবিএ, এমবিএম এবং মাস্টার্স সম্পন্ন প্রার্থীরা ওই পদের জন্য সংশ্লিষ্ট লিংকে গিয়ে (www.fsiblbd.com/career) আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। চাকরির আবেদন পত্যাশীকে অবশ্যক এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ৪ পেয়ে উত্তীর্ন হতে হবে।

অনার্স এবং মাস্টার্সে সিজিপিএ ৪ স্কেলে পেতে হবে ৩ এবং ৫ স্কেলে পেতে হবে অন্তত ৩.৭৫। এছাড়া হতে হবে কম্পিটারে দক্ষ। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হতে।

চূড়ান্ত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগ দেবেন এবং বেতন ৪৮ হাজার টাকা।

এক বছর সফল প্রবেশনারি পর্ব পার করার পরে প্রার্থীকে অফিসার পদে উন্নীত করা হবে। সে অনুযায়ী বাড়বে বেতন এবং অন্যান্য সুবিধাও। প্রার্থীকে দেশের যে কোন স্থানে চাকরির মানসিকতা থাকতে হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়