হিসাব রক্ষক নেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
ঢাকা (০২ সেপ্টেম্বর): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (৪র্থ এইচপিএনএসপি) এর অধীন “হেলথ ইকনোমিক্স এন্ড ফিন্যান্সিং (এইচইএফ)" অপারেশনাল প্ল্যান (ওপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে হিসাব রক্ষক পদে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও লাইন ডাইরেক্টর হেলথ ইকনোমিক্স এন্ড ফিন্যান্সিং ওপি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আনসারী ভবন (৪র্থ তলা), ১৪/২ তোপখানা রোড ঢাকা বরাবর ডাকযোগে অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে।
পদের নামঃ হিসাব রক্ষক
পদের সংখ্যাঃ ০১টি।
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ প্রকল্পের হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা।