আইন উপদেষ্টা ও প্যানেল এ্যাডভোকেট নেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ছবি: সংগৃহীত
ঢাকা (০৬ আগস্ট): জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ বা মতামত প্রদানসহ বোর্ডের পক্ষে বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করার জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দুই বছরের জন্য খণ্ডকালীন একজন আইন উপদেষ্টা এবং একজন প্যানেল এ্যাডভোকেট নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ৬৯-৭০, মতিঝিল বা /এ, ঢাকা -১০০০ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
পদের নামঃ আইন উপদেষ্টা ও প্যানেল এ্যাডভোকেট
শিক্ষাগত যোগ্যতাঃ এলএলবি বা এলএলবি (সম্মান) তবে বার এট ল ডিগ্রিধারী আইনজীবীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতাঃ দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ আরবিট্রেশন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন সম্পর্কিত মামলা পরিচালনায় সাত বছরের আইনজীবী। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেলঃ আলোচনা সাপেক্ষে।