সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৫ ডিসেম্বর): শিক্ষকসহ বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আগ্রহীরা নির্দেশনা মোতবেক আবেদন করতে পারেন।
পদ : সহকারী শিক্ষক-মাধ্যমিক পর্যায়। বাংলা বিভাগে ২ জন, ইংরেজিতে ১ জন, গণিতে ১ জন, ইসলাম ধর্ম শিক্ষক ১ এবং নৈতিক শিক্ষার জন্য ১ জন শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্যতা : আগ্রহী শিক্ষকদের ন্যূনতম স্নাতক সম্মান পাস হতে হবে বা সমমানের ফলাফলে পাস করতে হবে। তাদের সবারই শিক্ষাজীবনের সবগুলো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে।
বেতনক্রম : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। পদ : সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় শাখা-৫ জন।
যোগ্যতা : আগ্রহী শিক্ষকদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে বা সমমানের ফলাফলধারী হতে হবে। তাদের সবাইকে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাস বা সমমানের ফল থাকতে হবে। বেতনক্রম : ১২,৫০০-৩০,২৩০ টাকা। পদ : প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) ১ জন। যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী। আগ্রহী প্রার্থীদের শিক্ষাজীবনের সবগুলো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের বিভাগ বা সমমানের সিজিপিএ ফলাফলধারী হতে হবে।
বেতনক্রম : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। পদ : সহকারী প্রশাসনিক কর্মকর্তা১ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান ডিগ্রিতে পাস হতে হবে। বেতনক্রম : ১০,২০০-২৪,৬৮০ টাকা। পদ : অফিস সহকারী কাম হিসাব সহকারী১ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তাকে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে। বেতনক্রম: ৯,৩০০-২২,৪৯০ টাকা। পদ : ইলেকট্রিশিয়ান ১ জন।
যোগ্যতা : নির্বাচিত প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের কারিগরি বোর্ডের পরীক্ষায় পাস হতে হবে। তার সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। বেতনক্রম : ৮,৮০০-২১,৩১০ টাকা। পদ : পিয়ন ২ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে জেএসসি বা জেডিসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
বেতনক্রম : ৮,২৫০-২০,০১০ টাকা।
পদ : প্রহরী ১ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে জেএসসি বা জেডিসি বা সমমানের পাস হতে হবে। তাকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে। শারীরিক যোগ্যতা বা সুঠামদেহী প্রয়োজন। বেতনক্রম : ৮,২৫০-২০,০১০ টাকা। পদ: পরিচ্ছন্নতাকর্মী ৩ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে জেএসসি বা জেডিসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তাকে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে। বেতনক্রম : ৮,২৫০-২০,০১০ টাকা। পদ : মালি ১ জন। যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে জেএসসি বা জেডিসি বা সমমানের পড়ালেখা জানতে হবে। তাকে বাগানের ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ এবং আগ্রহী হতে হবে। বেতনক্রম: ৮,২৫০-২০,০১০ টাকা।
লক্ষনীয় : এই বিদ্যালয়ের প্রতিটি পদেই আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর, ২০২০ অফিস চলাকালীন সময়।
যোগাযোগ : বরাবর, অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।
ওয়েবসাইট :www.sylhetcpsc.edu.bd