সীমান্ত হত্যা শূণ্যে নামিয়ে আনা সম্ভব: বিজিবি মহপরিচালক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাসস
ঢাকা ২০ ডিসেম্বর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, কূটনৈতিক আলোচনা ও সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে সীমান্ত হত্যা শূণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। রোববার বিজিবি দিবস উপলক্ষ্যে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা কমিয়ে আনতে আমরা সীমান্তবর্তী মানুষদের আমরা সচেতেন করা চেষ্টা করছি। তারা যেন অবৈধ ভাবে বর্ডার পাড় না হন। সীমান্ত এলাকায় যেসব জনপ্রতিনিধি আছেন, তাদের মাধ্যমেও আমরা জনগণকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। এছাড়া আমি ব্যক্তিগত ভাবে মনে করি সীমান্তবর্তী জনগোষ্ঠীকে শিক্ষাদীক্ষা এবং অর্খনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে, সীমান্তে হত্যা অনেক কমে যাবে।
সাফিনুল ইসলাম বলেন, করোনার জন্য প্রতি বছরের মতো এ বছর বিজিবি দিবস পালন করা হচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই দিবস উদযাপন করা হচ্ছে। মহামারির এই পরিস্থিতিতেও আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আমরা পদ্মা মেঘনা যমুনা ইছামতি নদীর পাশের জেলেদেরকে ১০০ নৌকা দিয়েছি।
বিজিবির পরবর্তী চ্যালেঞ্জের বিষয়ে মহাপরিচালক বলেন, প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বিজিবিও তাল মিলিয়ে সময় উপযোগী করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সদস্যদের নতুন নতুন অনুশীলন ও প্রশিক্ষণ গ্রহন করতে হবে।
বিজিবি দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিজিরি রেজিমেন্টাল পতাকা উতেআলন করেন। এরপর ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।