মৃদু শৈত্য প্রবাহ অব্যহত থাকতে পারে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২০ ডিসেম্বর): দেশের উত্তরাঞ্চলে মৃদ্যু শৈত্য প্রবাহ চলছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি এ শৈত্য প্রবাহের কারণে সেখানকার বস্তি, চরাঞ্চল ও নদী অববাহিকার বাসিন্দারা পড়েছে চরম দুর্ভোগে। এ শৈত্য প্রবাহ অব্যহত থাকতে পারে বল হুশিয়ারি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে জানিয়েছে, কুড়িগ্রামের রাজারহাট ও তেতুলিয়ার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.০ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, চুয়াডাঙা, বরিশাল এবং ভোলার উপর দিয়ে মদ্যু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্য প্রবাহ অব্যহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এক পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে আর কাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকার আবহাওয়ায় উল্লেখযোগ্য তেমন কোন পরিবর্তন হবে না বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।