কোটচাঁদপুরে দুই পণ্যবাহী ট্রেনে সংঘর্ষ, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
কোটচাঁদপুর সরদার মোড়ে দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ
ঢাকা, ২৭ অক্টোবর: ঝিনাইদহের কোটচাঁদপুর সরদার মোড়ে দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার রাত ২টার দিকে কোটচাঁদপুর সরদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাফদালপুর স্টেশনের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় দুই ট্রেনের সংঘর্ষে বিকট শব্দ হয়। সংঘর্ষের কারণে ইঞ্জিনসহ ট্রেন দুটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি আরো জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরই মধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। তারা সেখানে প্রাথমিক উদ্ধার কাজে অংশ নিয়েছে।