মাস্ক না পরলে কোন ভাবেই সেবা নয়, নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: পিআইডি
ঢাকা (২১ ডিসেম্বর): সেবা গ্রহনকারী মাস্ক পরা না থাকলে কোন ভাবেই যেন সেবা না পায়, সেটা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বে জোরালো হওয়ার প্রেক্ষিতে সোমবার অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে এক ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের বিস্তারিত জানান। মন্ত্রীপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সরকার ও প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনী উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, নো মাস্ক নো সার্ভিস এটা ব্যাপক ভাবে প্রচারের জন্য স্থানীয় সরকারের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে । গ্রামাঞ্চলে, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজ সচেতন ব্যক্তি সবাই এতে সম্পৃক্ত হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেহেতু করোনাভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমাদের তাই আরো কঠোর অবস্থানে যেতে হবে। যথাসম্ভব সম্ভব সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করতে হবে।
তিনি আরো বলেন, নো মাস্ক নো সার্ভিস এটা মুখে বলেছি। এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে হবে। যে মাস্ক না পরে আসবে সে সরকারি বেসরকারি অফিসে কোন ভাবেই যেন সেবা না পায় তা নিশ্চিত করতে হবে। এটার একটা বড় রোল দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগকে।
মন্ত্রীসভার এ নিয়মিত বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা যোগ দিয়েছিলেন।