‘এখনই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের কথা ভাবা হচ্ছে না’
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২২ ডিসেম্বর): সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমনের প্রেক্ষিতে এখনই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের কথা ভাবা হচ্ছে না। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
মফিদুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশ পথে যোগাযোগ বন্ধ না করে সংক্রমন ঝুঁকি প্রশমনের ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন যেসব দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে, তারা নিজেদের স্বার্থে বন্ধ করেছে।
মফিদুর রহমান আরো বলেন, আমাদেরকে অর্থনীতির কথা চিন্তা করতে হবে। একই সঙ্গে অনেক মানুষ দেশের বাইরে থাকেন। সেজন্য এয়ার কানেকটিভিটি দরকার আছে। এখন যে পরিস্থিতি রয়েছে, তাতে আমার মনে হয় না ফ্লাইট বন্ধ করার সময় এসেছে।
যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন রূপ ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ প্রেক্ষিতে মহামারি ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কানাডা, স্পেন, পেরুসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ।