২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান পাচ্ছে ১ কোটি ৩৭ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(২৩ ডিসেম্বর): খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সারাদেশের ২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো: ফরিদুল হক খান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে শুভ বড়দিন উপলক্ষে পাওয়া ১ কোটি ১৫ লক্ষ টাকার অনুদান ২২৪টি চার্চ বা গীর্জা, কবরস্থান এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে পাওয়া ২২ লক্ষ টাকা ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। অনুদানের টাকা দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।
সভায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে শুভ বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।